চিঠি - জাকিরুল হক তালুকদার

বাবা তুমি আসবে কবে
ভুলেই গেছ নাকি?
দুদিন পরে আসবে বলে
যাচ্ছ দিয়ে ফাঁকি।

আমার ভীষণ একলা লাগে
বাবা তোমায় ছাড়া
আমার মনের চাওয়াগুলো
দেয়না কভূ নাড়া?

এবার যখন আসবে বাবা
দুদিন ছুটি নিয়ো
তোমার ছোট্ট মা মণিকে
একটু ¯েœহ দিয়ো।

তোমার কোলে চড়ে বাবা
মিষ্টি বিকেল বেলায়
সবে মিলে ঘুরতে যাবো
পার্কে এবং মেলায়।

সময় মতোই এসো কিন্তু
আমার চিঠি পেয়ে
ইতি,জারিয়াত জান্নাত
তোমার ¯েœহের মেয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন