এক জীবনে - জাকিরুল হক তালুকদার

তুই বললে দু’চোখ ভরা আকাশ কেঁদে বৃষ্টি
তুই বললে ধ্বংস মাঝে লাল গোলাপের সৃষ্টি
তুই বললে রংধনু রং, সাতটা রংয়ের মেল
তুই বললে মন আর দেহে, অন্য রকম খেল
তুই বললে লাল ঠোঁটে ঐ প্রজাপতির বাস
                            বল তুই এক জীবনে আর কত প্রেম চাস?

তুই বললে প্রেমের খাতায় হাজারটা হয় পদ্য
তুই বললে মন পাখি রয় একটা খাঁচায় বদ্ধ
তুই বললে পাহাড় কেটে কিষাণ ফলায় শস্য
তুই বললে হিংস্বা-দ্বেষ সব পুড়ে হয় ভস্ম
তুই বললে নদীর খরায় নোনা পানির বাস
                          বল তুই এক জীবনে আর কত প্রেম চাস?

তুই বললে শীতের পাখির কিচির মিচির শব্দ
তুই বললে ন্যায়ের বিচার, দুষ্টুরা হয় জব্দ
তুই বললে রাজার কুমার এক পলকে নিঃস্ব
তুই বললে পায়ের তলায় এক নিমিষে বিশ্ব
তুই বললে আমাবস্যায় জোছনা জলের চাষ
                         বল তুই এক জীবনে আর কত প্রেম চাস?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন