গানের সুরে সুরে - জাকিরুল হক তালুকদার

মনে আমার দারুন জ্বালা
বুকের ভেতর কষ্ট
কে করলো প্রেম বাগানের
সাজানো ফুল নষ্ট
আমার চোখের ঘুম কাড়িয়া
সখী ঘুমায় ঘরে
কোন বাউলে মন কাড়িলো
গানের সুরে সুরে?

কথা ছিল কিনবো চুড়ি
কিনবো ফিতা মেলাতে
তারে আমি বিল দেখাবো
ছড়ে কলার ভেলাতে
উষে ভেজা মাঠ দেখাবো
সকাল হলে ভোরে
কোন বাউলে মন কাড়িলো
গানের সুরে সুরে?

সব ছাড়িয়া সখি আমার
উড়াল দিলো আকাশে
জানি না হায় এত সুন্দর
কোথায় পেলো পাখা সে
মাটির ঘরই বাসলো ভালো
গেলো অচিন পুরে
কোন বাউলে মন কাড়িলো
গানের সুরে সুরে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন