তুমি এলে - জাকিরুল হক তালুকদার

তুমি এলে হাতটা ছোব
হাতটা ছিল রাখা
এক টানে টানব বুকে
বুকটা ছিল ফাঁকা।

তুমি এলে হাটবো ঘাসে
দুই পা ছিল বাড়ানো
ঘাসের ঝোপে শিশির ভেজা
ঘাসগুলো সব মাড়ানো।

তুমি এলে বৃষ্টি ভিজে
বৃষ্টি ভেজা কাক
এলেনা তাই এ জীবন
একলা একা থাক্।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন